রাজধানীর বনানীতে পূর্ব শত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাকিব জানান, বুধবার দুপুরে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত তার বাসায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীব দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করা হলে সে প্রতিশোধের হুমকি দেয়। সম্প্রতি এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে নিয়ে কটূক্তি করছিল ওই চক্র। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পরিবারটি।
রাকিব বলেন, “আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানা হুমকি দিচ্ছিল। বুধবার দুপুরে ওরা চাপাতি, লাঠিসোডা নিয়ে বাসায় হামলা চালায়। আমি হাত তুলে কোপ ঠেকাতে গেলে আঙুল কেটে যায়।”
তিনি আরও জানান, হামলাকারীরা যাওয়ার সময় তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”