যারা বেহেশতের টিকিট দেয় তাদেরকে নির্বাচনে বর্জন করতে হবে: কামরুল

বাংলাদেশ চিত্র ডেস্ক

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘আজকের দিনে দেশপ্রেমিক সিপাহী জনতা বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বের করে নায়কের আসনে বসিয়েছিলেন। আর জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার শপথ নিয়েছিলেন। এরপরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন তিনি।’

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খেলার মাঠে তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গোষ্ঠী প্রচার করছে তাদেরকে ভোট দিলে বেহেশতের টিকিট কনফার্ম হবে। এই ভণ্ড ও ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে। নির্বাচনে তাদেরকে বর্জন করতে হবে। তারা যাতে গণতন্ত্রকে বাধাগ্রস্ত না করতে পারে, নির্বাচনকে বিলম্বিত করতে না পারে সেজন্য তাদেরকে প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের গণতন্ত্র, উন্নয়ন, শৃঙ্খলা ও সম্প্রীতিকে ধরে রাখতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জুনাব আলী ও মেহেদি হাসান উজ্জ্বলসহ প্রমুখ।

Share This Article