চাঁদপুরের নতুন ডিসি নাজমুল ইসলাম সরকার

বাংলাদেশ চিত্র ডেস্ক

দীর্ঘ প্রায় ১৫ মাস দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে ফিরে যাচ্ছেন চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তার স্থলাভিষিক্ত হবেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক উপসচিব নাজমুল ইসলাম সরকার।

এদিকে, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। তিনি চাঁদপুরেই দায়িত্ব পালন করার সময় উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। তবে বর্তমানে যিনি জেলা প্রশাসক পদে যোগ দেবেন। তিনি উপসচিব পদমর্যাদার।

মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুরে জেলা প্রশাসক পদে যোগ দিয়ে বেশকিছু সাহসী পদক্ষেপ নেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সড়কসহ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময় বেকার জেলেদের আগাম খাদ্য সহায়তা বিতরণ, অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে প্রকৃত মাছ ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় নেয়া, চাঁদপুর লঞ্চ টার্মিনাল, মৎস্য অবতরণ কেন্দ্র, চাঁদপুর শহরের তিন নদীর মোহনা ঘিরে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ এবং চাঁদপুর রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা অধিগ্রহণ চেষ্টায় জোরালো ভূমিকা পালন করেন। তাছাড়া নিজ কার্যালয়ে প্রতি বুধবার গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের সুখ দুঃখের কথা শুনে তা সমাধানের চেষ্টা করেছিলেন, মোহাম্মদ মোহসীন উদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বিসিএস ২৯ প্রশাসন ক্যাডারের। তার নিজ জেলা গাজীপুরে। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন), ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ, চাপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেটের বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন।

Share This Article