সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ নোটিশ জারি করা হয়। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম শোকজ নোটিশ ইস্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”