হাটহাজারীতে ডোবাতে ফের অজ্ঞাত মরদেহ, ২৪ ঘন্টার লাশের সংখ্যা ৩

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে ব্রিজের নিচে ডোবা থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এটি সহ ২৪ ঘন্টায় মরদেহের সংখ্যা দাঁড়ালো তিন।

আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা ব্রীজের নিচে ডোবাতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, হয়তো কেউ হত্যার পর মরদেহটি এই স্থানটিতে এনে ফেলে গেছে। গতকাল বিকেলে লোকটি অনেকেই ভিক্ষা করতেও দেখেছেন।

ওসি জানান, সুরতহাল শেষে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন উদঘাটনে পুলিশ কাজ করছে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি এবং একইদিন বেলা দশটার দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক মহিলারসহ মোট দুটি মরদেহ উদ্ধার উদ্ধার করে পুলিশ।

Share This Article