আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে এ ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা করছি। এছাড়াও, ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share This Article