ভারতের ডেপুটি হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আসেন। এ সময় তাকে ঢাকার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিডিয়া এক্সেস বন্ধ করার অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের ডেপুটি হাইকমিশনারকে সে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের সুযোগ দেওয়ায় ঢাকার উদ্বেগের কথা জানানো হয়। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা যাতে বন্ধ করা হয়, সে জন্য ঢাকার পক্ষ থেকে দিল্লিকে অনুরোধ জানানো হয়। 

Share This Article