বেনাপোলে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক!

বাংলাদেশ চিত্র ডেস্ক

 

নাজমুল সুজন বিশ্বাস : শার্শা(যশোর)প্রতিনিধি:

যশোরের বেনাপোলে ভারতীয় শাড়ি,থ্রিপিচ,থানকাপড় ও বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুই চোরাকারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রবিবার (৯ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভবেরবেড় সাকিনাস্থ বেনাপোল রেল স্টেশনের দক্ষিণ পাশে মোড়ল বাড়ির মোড়ে ঢালাই রাস্তার উপর থেকে এসব পণ্য সহ তাদেরকে আটক করে।

আটককৃত আসামীরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকার মৃত,তোতা মিয়া শেখের ছেলে মাহবুর শেখ(৩০) অপরজন ছোট আচড়া এলাকার মো: বাদশা ফকিরের ছেলে মোঃ আঃ রাহিম(২২)।

উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় ৯ লক্ষ ১৪ হাজার ৪২৫ টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)কামাল হোসেন ভুঁইয়া জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর