কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘নারীদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি, জামায়াতকে ভোট দিলে তারা বেহেশতে যেতে পারবেন– এই যে কথাটি বলছে, এটি মিথ্যা ও ভিত্তিহীন।’
গতকাল বুধবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া এলাকায় উপজেলা মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।’
ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান বলেন, বেহেশতে যাওয়ার যে অনুমতি, সেটা একমাত্র আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা করতে পারেন। এটি নারীদের মধ্যে বর্ধমান হয়ে গেছে ইনশাআল্লাহ। তারা সেই বিশ্বাস ধারণ করেছেন, ওই মিথ্যা প্রলোভনে আস্থা রাখবেন না। তাদের এই বিভ্রান্তমূলক কথার জন্য ধিক্কার দিচ্ছেন যে, তারা (জামায়াতে ইসলামী) ভোট চাইতে পারেন, তারা বেহেশতের টিকিট দেওয়ার কেউ নয়। তাই তারা মিথ্যাবাদীর দল, এই মিথ্যাবাদীর দলকে বিশ্বাস করেন না এবং সেখানে কেউ ভোট দেবেন না। এটি তাদের প্রতিশ্রুতি।
তিনি বলেন, আমার এলাকার আশপাশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে (বুধবার) এই উঠান বৈঠাকে উপস্থিত হয়ে আশাব্যাঞ্জক সাড়া দিয়েছেন এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তারা ধানের শীষে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে আমাকে বিজয়ী করবেন। যেটা দেখেছি, তাদের বিভ্রান্ত করার জন্য আমার বিপক্ষের দল মিথ্যা প্ররোচনার চেষ্টা করেছেন। সেই মিথ্যা আশ্বাসে কখনই তারা সাড়া দেবেন না। সেটাকে প্রতিহত করে তারা ন্যায় ও সত্যের ভিত্তিতে ধানের শীষে আমাকে ভোট দিতে চাচ্ছেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিউলী পারভীন শিল্পী। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, নুর আলম হিরো, মতিউর রহমান মতি, সদস্য আবুল হাশেম মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন রানা প্রমুখ।