৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে এলাকায় ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাসে শিক্ষক, পুলিশ, রিকশাচালকসহ আহত অন্তত ১১০ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
আজ শনিবার বিকেলের পর থেকে আহতরা একে একে হাসপাতালে আসেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, বিকেলের পর থেকে তাদের হাসপাতালে আনা হয়। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
এর আগে এদিন দুপুরে তিন দফা দাবি আদায়ে শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি ভেস্তে দেয় পুলিশ। শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচি পালন করতে শাহবাগ এলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। সাউন্ড-গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন।