রাজনৈতিক দলে নিবন্ধনের দাবিতে ‘আমজনতার দল’ এর সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশনের ১২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সিদ্ধান্তে অটল ইসি। তবে শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় তারেক রহমানও।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়ে কিছু করার নেই। কারণে হিসেবে তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচন কমিশন কি নিয়মের বাইরে যেতে পারে।
রবিবার (০৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে একটি গণমাধ্যমকে তিনি এ মন্তব্য করেন।
অপরদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় অবস্থান করছেন।
গত ৪ নভেম্বর চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। প্রক্রিয়ার অংশ হিসেবে এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর কোনো দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।
কিন্তু ওই তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর বিকেল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল গেটের সামনে অনশনে বসেন তারেক রহমান।