সেনাপ্রধানের সাথে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র ডেস্ক

পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

রবিবার (৯ নভেম্বর) ঢাকা সেনাসদরে এডমিরাল আশরাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠক করে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সুস্থতা বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানো এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পারস্পরিক সফরের মাধ্যমে সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনাও নিয়ে তারা মতবিনিময় করেন।



অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত ‘আমান’ যৌথ নৌঅনুশীলনে বাংলাদেশের অংশগ্রহণকারীদের উচ্চমানের পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করেন। এই সামরিক বিনিময় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার অব্যাহত ধারাবাহিকতার প্রতিফলন বলে উভয় পক্ষ মনে করে।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর