গাজীপুরের সাবেক কমিশনার নাজমুল করিমকে সাময়িক বরখাস্ত

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উল্লেখ করেন, জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক বিবেচনায় নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে জিএমপি কমিশনার থেকে নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেয়।

উল্লেখ্য, নাজমুল করিম খান বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রিধারী। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে প্রেরণ করেছিল। গত বছরের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন এবং পদোন্নতি পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পান। 

Share This Article

এ সম্পর্কিত আরও খবর