শহীদ মিনার থেকে শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে অনেকটাই ফাঁকা হয়ে যায় শহীদ মিনার। এর আগে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চাকরি ১১তম গ্রেডে উন্নীত করতে মন্ত্রণালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে সরকারের সমঝোতা হয়।

বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দেন। তবে রাত ৯টার দিকে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা ১০ম গ্রেড দাবি জানান এবং প্রজ্ঞাপনের আগ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না করার ঘোষণা দেন। এ নিয়ে শিক্ষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েন। মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমঝোতায় অংশ নেওয়া শিক্ষক নেতারা ১১তম গ্রেড মেনে নেওয়ার আহ্বান জানান এবং তাদের সমর্থকদের নিয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। 

অন্যদিকে আরেকটি অংশ ১০ গ্রেডের দাবিতে অনড় অবস্থান জানান এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এমন পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশ অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নিলে আন্দোলনকারীরা বেশিরভাগ স্থান ত্যাগ করেন। অন্যদেরকে পুলিশ শহীদ মিনার থেকে সরিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে ঐ এলাকা অনেকটা খালি হয়ে যায়।

আরও দেখুন ভিডিওতে 

 

 

Share This Article