রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বহুল আলোচিত জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এ বৈঠক থেকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয়েছে এই বৈঠক। এরপর দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
তার আগে উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এই বৈঠকে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর প্রতিফলন থাকতে পারে প্রধান উপদেষ্টার ভাষণে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হওয়ার কথা।