জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট প্রকাশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার করার পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি নিশ্চিত করেন, সরকার এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি অনুমোদন দিয়েছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়।

Share This Article