ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয় : ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ চিত্র ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার করা হলেও বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এডিস লার্ভা প্রতিরোধে জরিমানা কোনো সমাধান নয়। এর জন্য প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএসসিসি প্রশাসক জানান, শনির আখড়া এলাকায় এই বিশেষ অভিযানে ৪০০ পরিছন্নতাকর্মী অংশ নিয়েছে। খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Share This Article