শেখ হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই

বাংলাদেশ চিত্র ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৭ নভেম্বর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হবে। এই রায় নিয়ে নিরাপত্তাবিষয়ক কোনও সংকট বা হুমকি নেই।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মাঠে আছেন। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র‌্যাব প্রায় ৮ হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে ৫ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।

নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। পরে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করেন তিনি।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর