নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

নির্বাচন কমিশন ভবন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হবে। এই ভোটাররাই আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

খসড়া তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ছিল পুরুষ ভোটার ছয় কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন ও হিজড়া ভোটার এক হাজার ২৩০ জন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, যেসব নাগরিক ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।



Share This Article