চেরাগ মিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাংলাদেশ চিত্র ডেস্ক

জীবিকার একমাত্র ভরসা ছিলও হাঁসের খামার। হাকালুকি হাওরে প্রতিদিন হাঁস চরিয়ে জীবিকা নির্বাহ করতেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মধ্যবিত্ত খামারই চেরাগ মিয়া।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিষক্রিয়ায় তার ৩৩৫টি হাঁস মারা গেলে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন তিনি।

ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মানবিক উদ্যোগ হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত খামারির জন্য জরুরি সহায়তা পাঠানোর নির্দেশ দেন। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) চেরাগ মিয়ার হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।

তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে অনুদানের অর্থ হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, যুবনেতা ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।

হাজী নিপার রেজা জানান, হাঁস মারা যাওয়ার খবর জানার পরপরই তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা দ্রুত চেরাগ মিয়ার হাতে সহায়তা পৌঁছে দেয়।

খামারই চেরাগ মিয়া বলেন, ১২ থেকে ১৪ বছর ধরে হাঁস পালন করছি। হঠাৎ এতগুলো হাঁস মারা যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছিলো। কে বা কারা জমিতে বিষ দিয়েছে জানি না। দুশ্চিন্তায় ছিলাম। তারেক জিয়া টাকা পাঠিয়েছেন- এটা আমার জন্য বড় স্বস্তি। এখন আবার নতুন করে হাঁস কিনতে পারবো।

Share This Article