বাংলাদেশে ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘের শোক

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। 

শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ শোক জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘ ঢাকায় ভূমিকম্পের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। 

Share This Article