বাংলাদেশ সফরে কানাডার বাণিজ্য প্রতিনিধি দল

বাংলাদেশ চিত্র ডেস্ক

কানাডার আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র সহকারী উপমন্ত্রী ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ আজ শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ সফরে এসেছেন। তার নেতৃত্বে একটি বানিজ্য প্রতিনিধি দল কানাডীয় ব্যবসায়ীদের নতুন বাজার সুরক্ষা, আন্তর্জাতিক অংশীদার খুঁজে বের করা এবং রপ্তানি সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে তার সঙ্গে এ সফরে রয়েছে।

সারা উইলশের এই সফরের মূল লক্ষ্য, দুদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টি করা। ২০২৪ সালে কানাডা-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৭ কোটি ডলার (প্রায় ২৭,৫৩৭ কোটি টাকা)।

তার এই সফরে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংস্থা এবং শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। কৃষি, ক্লিন টেকনোলজি এবং বিনিয়োগে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহায়তা (বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ৬৩০ কোটি ডলারের বেশি) কীভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়-তা তার এই সফরের বিশেষ গুরুত্ব পাবে।

Share This Article