কর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় একাধিক উদ্যোগ

বাংলাদেশ চিত্র ডেস্ক

UK budget declared on 26 Novব্রিটেনের চ্যান্সেলর রেচেল রিভস বুধবার তার দ্বিতীয় বাজেট উপস্থাপন করেছেন, যেখানে মোট ২৬ বিলিয়ন পাউন্ড কর বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তবে একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় সংকটে থাকা দেশজুড়ে কোটি কোটি মানুষের স্বস্তির জন্য বেশ কয়েকটি আর্থিক পদক্ষেপও তুলে ধরেন তিনি।

জ্বালানি বিল কমছে

আগামী এপ্রিল থেকে গড় পরিবারের জ্বালানি বিল ১৫০ পাউন্ড কমানোর ঘোষণা দেন রিভস। কনজারভেটিভ সরকারের সময় চালু হওয়া ইসিও (ECO) স্কিম বাতিল করে এই ছাড় দেওয়া হচ্ছে। তার মতে, স্কিমটি বছরে মোট ১.৭ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয় চাপিয়েছে এবং জ্বালানি দারিদ্র্যে থাকা অধিকাংশ পরিবার এর সুফল পায়নি।

আয়করের সীমা স্থির আরও তিন বছর

আয়কর সীমা ছয় বছর ধরে স্থির রাখার যে সিদ্ধান্ত ছিল, তা আরও তিন বছর বাড়িয়ে ২০৩০/৩১ অর্থবছর পর্যন্ত বহাল থাকবে। এর ফলে লন্ডন ও দক্ষিণ–পূর্বাঞ্চলসহ পুরো দেশে লাখো করদাতা উচ্চ করের আওতায় চলে আসবেন। উচ্চ হারের করের আওতায় কেউ  না পড়লেও বেতন বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কর দিতে হবে তাদেরকে।

দুই মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের বাড়িতেম্যানশন ট্যাক্স

যাদের সম্পত্তির মূল্য ২০ লাখ পাউন্ডের বেশি, তাদের জন্য নতুন ‘ম্যানশন ট্যাক্স’ চালু করা হচ্ছে। চারটি মূল্য ধাপে এই কর প্রযোজ্য হবে। সর্বনিম্ন ২–২.৫ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির ক্ষেত্রে অতিরিক্ত কাউন্সিল ট্যাক্স হবে ২,৫০০ পাউন্ড, আর ৫ মিলিয়নের বেশি মূল্যের বাড়িতে তা বেড়ে হবে ৭,৫০০ পাউন্ড। প্রতিবছর এসব হার CPI মুদ্রাস্ফীতি অনুযায়ী সমন্বয় করা হবে। ২০২৯–৩০ সালে এই খাত থেকে ০.৪ বিলিয়ন পাউন্ড রাজস্ব আসবে বলে ধারণা।

ব্যক্তিগত পেনশন জমাতে নতুন সীমা

বেতনভিত্তিক ‘সেলারি স্যাক্রিফাইস’ স্কিমে পেনশন ফান্ডে কর ছাড় পাওয়া অর্থ জমার সীমা নির্ধারণ করা হচ্ছে ২,০০০ পাউন্ডে। এর বেশি জমা হলে ২০২৯ সাল থেকে জাতীয় বীমা (ন্যাশনাল ইনশিউরেন্স) দিতে হবে। এই পরিবর্তনে ২০২৯/৩০ সালে ৪.৭ বিলিয়ন এবং পরের বছর ২.৬ বিলিয়ন পাউন্ড আদায়ের সম্ভাবনা রয়েছে।

আইএসএ ব্যবস্থায় পরিবর্তন

বর্তমান ২০,০০০ পাউন্ড আইএসএ ভাতাটি বজায় থাকলেও এর মধ্যে ৮,০০০ পাউন্ড শুধুমাত্র বিনিয়োগের জন্য নির্ধারিত থাকবে। ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য পুরো নগদ আইএসএ সুবিধা অব্যাহত থাকবে।

লভ্যাংশ, সম্পত্তি সঞ্চয় আয়ে কর বৃদ্ধি

লভ্যাংশ, সম্পত্তি এবং সঞ্চয় আয়ের উপর কর দুই শতাংশ পয়েন্ট বাড়ানো হচ্ছে। এই বাড়তি কর থেকে মোট ২.১ বিলিয়ন পাউন্ড সংগ্রহ করবে ট্রেজারি।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

Share This Article