গাংনীতে বিএনপির নেতা-কর্মীরা জামায়াতে যোগ দেননি, যারা যোগ দিয়েছে তারা আগে থেকেই জামায়াত করতো

বাংলাদেশ চিত্র ডেস্ক

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়াতে বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগদান করেনি। জামায়াত নিজেদের দুর্বলতা ঢাকতে মিথ্যাচার করছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলবাড়ীয়া বাজারে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক বলেন, যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে তারা আগে থেকেই জামায়াতের দল করতো, তবে দুই-এক জন আওয়ামী লীগের থাকতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগ দেয়নি।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জামায়াত পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। যোগদানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জামায়াতের নেতারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যে সমস্ত মানুষকে বিএনপি বা অন্যান্য সংগঠন থেকে জামায়াতে যোগদানের হিসেবে দেখানো হয়েছে— তারা আগে থেকেই জামায়াতে ইসলামী বা ওই দলের সহযোগী সংগঠনের কর্মী ছিলেন।

বিএনপি নেতা শাহাদুল করিম আকামত বলেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কোনো বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামের যোগদান করেনি। জামায়াতে ইসলামীরে মিথ্যাচারের তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে সংগঠিত ও শক্তিশালী।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article