সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রয়োজন রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন  

বাংলাদেশ চিত্র ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না। 

সোমবার (২৪ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য সকল ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন সাংবাদিকদের বিরুদ্ধে নিবর্তনমূলক আইন ব্যবহার না করেন, সে আশাও প্রকাশ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের নিজেদের ন্যারেটিভ পরিবর্তন করতে হবে, যাতে তারা তাদের কণ্ঠস্বর বজায় রাখতে পারেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেন দেশে আবার ফিরে না আসে, সেজন্যও এই আইনটি প্রয়োজন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত, সে বিষয়ে প্রশ্ন তোলেন।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর