বাড়লো প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের এই সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আউট-অব-কান্ট্রি ভোটিং’র (ভোটার নিবন্ধন) সময়সীমা বাড়ানো হয়েছে। আগে শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেটি ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রয়েছে— অর্থাৎ, বিশ্বের যেকোনও জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যেসব প্রবাসী ইতোমধ্যেই নিবন্ধন করেছেন, তারা নিয়মিত আমাদের প্রগ্রেস স্ক্রিনে তাদের আবেদন ও রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে আগে কয়েকটি এলাকায় গ্লিচের অভিযোগ পাওয়া গিয়েছিল; কিন্তু এখন তা সমাধান করা হয়েছে। ফলে বিদেশে বসবাসকারী যে কেউ বিশ্বের যেকোনও দেশ থেকে অনলাইনের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন।’

আখতার আহমেদ বলেন, ‘আর ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এটার তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে আমরা নিবন্ধন প্রক্রিয়াটা চালু করব।’

উল্লেখ্য, ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১ লাখ ২২ হাজার ৮০৩ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৬০৬ জন, নারী ভোটার ১৬ হাজার ১৭৪ জন।

Share This Article