আখাউড়ায় প্রাইভেটকারসহ ৩৬ কেজি গাঁজা উদ্ধার, যুবদল নেতাসহ আটক ২

বাংলাদেশ চিত্র ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস নদীর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুরের ছেলে গোলাম রাব্বি (২৫)। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটিও জব্দ করে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে মাদক আনা হচ্ছে। পরে ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ১৮টি প্যাকেটে মোড়ানো মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এর আগেও কামরুল হাসানকে মাদকসহ আটক করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share This Article