নিজ গ্রামে ধান কাটছে জবি ছাত্রলীগ কর্মী আবির

বাংলাদেশ চিত্র ডেস্ক

সারাদেশে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ।

গত সোমবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এরই ফলশ্রুতিতে ঈদের ছুটিতে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কৃষকের পাকা ধান কেটে এবং মাড়াই করে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নারী কর্মীরাও সমানভাবে অংশ নিচ্ছে।

শুক্রবার (২৮ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সাইদুর রহমান আবির ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের এক বর্গা চাষীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এসময় আবির আহ্বান করেন, সোনালী ধান

কৃষকের পাশে থাকুন, তাদের ধান কাটায় সহায়তা করুন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ।
সাইদুর রহমান আবির জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়ীয়ার সভাপতি এবং জবি শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। তিনি আইন বিভাগের শিক্ষার্থী।

/শুভ্র

Share This Article