সুন্দরগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাছুদ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল।

উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, গাইবান্ধা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু আল ইমরান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুছ আলী, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।

Share This Article