মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

বিল্লাল হোসাইন, জামালপুর:

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।

শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ উপলক্ষে দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহাম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুলাহ আল মাসউদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর হামলা করা হয়।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। বর্তমান সিইসি এর কোন ব্যবস্থা নেয়নি। অবিলম্বে সিইসিকে পদত্যাগ করতে হবে।

তারা আরও বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনে নামার হুশিয়ারি দেন নেতারা।

এসময় জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share This Article