পুষ্টি সপ্তাহ উপলক্ষে পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের বর্নাঢ্য আয়োজন

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি:-জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের উদ্যোগে সপ্তাহ ব্যাপি নানা প্রতিযোগিতা, ক্যাম্পেইন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্ট ও পোস্টার ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও কন্টেন্ট, ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ১৫ জুন নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভাইরনমেন্টাল সেনিটেশন ডিপার্টমেন্টে চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আবু তারেক, পোস্ট হারভেস্ট টেকনোলোজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও নিউট্রিশন ক্লাবের মেন্টর সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

নিউট্রিশন ক্লাবের সভাপতি ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাজরিয়ান আবিদ।
বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article