আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: জায়গায় জমি বিরোধীদের জের ধরে মালেশিয়া প্রবাসি আবু সায়েদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সেই সাথে চাঁদা দাবি করে সন্ত্রাসী ফারুক।
ঘটনাটি ঘটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর ইউনিয়নের চৌমুহনী পৌরসভার ১ নং ওয়ার্ডের তেলি বাড়িতে ।
ঘটনাস্থলে গেলে জানা যায়, মালেশিয়া প্রবাসি আবু সায়েদ এই মাসের ১০ তারিখে অসুস্থতা জনিত কারনে দেশে ফিরে আসেন। দেশে আসা মাত্রই উত্তর নাজির পুরের খাল পাড়ের মজিবুল হকের ছেলে পারভেজ জায়গা পাবে বলে আবু সায়েদের উপর মারধর করে ও অযোত্তিক কারনে ৪০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর লাঠিশোডা নিয়ে হামলা চালায় ও আবু সায়েদের জায়গার পাশে থাকা টিনশিডের বেড়াগুলো ভাংচুর করে।
অভিযুক্ত পারভেজ এর মা মায়া বেগম থেকে জানতে চাইলে তিনি বলেন, প্রবাসি আবু সায়েদ এর উপর হামলার বিষয় টি অস্বীকার করেন। সেই সাথে যে জায়গা নিয়ে বিরোধ চলছে সেটা তার পারিবারিক জায়গায় বলে দাবি করেন।
এই বিষয়ে আবু সায়েদ বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর এস আই জাহাঙ্গীর তাদের বিষয় টি সুরাহার জন্য বৈঠকে ডাক দিলে অভিযুক্ত পারভেজ কোন সাড়া দেয় নি বলে জানিয়েছেন আবু সায়েদ। এর আগেও সামাজিক ভাবে ও কাউন্সিলর নুর ইসলাম বাবুল সহ সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত পারভেজ এবং তার মা মায়া বেগম মানতে রাজি হয় নি।
তাই আবু সায়েদ প্রসাশনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করেন।