রাজবাড়ীতে আ.লীগ নেতা টিপুর ব্যাপক জনসংযোগ

জেলা প্রতিনিধি(রাজবাড়ী):-

জেলা প্রতিনিধি:-
আওয়ামী নেতা শেখ সোহেল রানা টিপু নেতা-কর্মীদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

পাংশা-কালুখালি,বালিয়াকান্দী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী -২ আসন। এই আসনে
আওয়ামীলিগ নেতা শেখ সোহেল রানা টিপু তৃণমূল আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৃষ্টিস্নাত দিনেও দেখা করতে ছুটে যান, নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং প্রত্যন্ত এলাকার মানুষের খোঁজ খবর নেন। এসময় তার সাথে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও সেচ্ছাসেবকলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় শেখ সোহেল রানা টিপু বলেন “আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।”

উল্লেখ্য শেখ সোহেল রানা টিপু বর্তমানে
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article