সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরে মানববন্ধন


বিল্লাল হোসাইন, জামালপুর: প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ /
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরে মানববন্ধন


সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে ঈদুল আযহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকালে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন ইমাম উলামা ঐক্য পরিষদ, জামালপুর ।

ইমাম উলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম উলামা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাও. মাহবুবুল হক, মেলান্দহ শাখার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বকশিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. হামিদুল ইসলাম, মাদারগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. তরিকুল ইসলাম ও সরিষাবাড়ী শাখার সভাপতি মাও. মোখলেছুর রহমান প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। একই সাথে সুইডেনের সকল পণ্য বয়কট বর্জন করার আহবান জানান।