নাটোরে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে গন আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেছে নাটোরের বিএনপি নেতারা।
মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের উপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোটায় নেমে এসেছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। তিনি বলেন, আজকে দেশে যে অন্যায়- অবিচার হচ্ছে তা একটি গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়। তিনি আরো বলেন, নাটোরে আওয়ামী লীগের নিজেদের কোন্দলের জেরে তাদের দলের নেতারা জেল খাটছে। তারা নিজেদের অবস্থান জাহির করতে বারবার বিএনপির উপরে হামলা চালাবে এগুলো আর বরদাস্ত করা হবে না। দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বসে নাটোরে উত্তাল গণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।
জেলা বিএনপির সদস্য দেওয়ান শাহিন বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে তারা ১১ বার হামলা করেছে আপনারা সেটা জানেন। গতকাল আওয়ামী লীগের সংসদ সদস্য নিজে দাঁড়িয়ে থেকে তাদের নেতা কর্মীদের উস্কে দিয়েছেন যাতে আমরা বের হতে না পারি। রহিম নেওয়াজকে মারার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তিনি বলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি একটু সুস্থ হলে তার সাথে আলোচনা করে আমরা দলীয়ভাবে মামলার করবো।’ প্রশাসনের মাধ্যমে তাদের সঠিক বিচারের হবে বলে আশা করেন তিনি।
যদি প্রশাসন চিহ্নিত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে নাটোরে তীব্র গন আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, পৌর বিএনপির আহবায়ক বাবুল চৌধুরী প্রমূখ।
সংবাদ সম্মেলনে বিএনপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান সোনার বলেন, আওয়ামী লীগের সেকেন্ড হোম হচ্ছে রাজপথ। আওয়ামী লীগ কখনো আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। বিএনপি যদি আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগ তার প্রতিহত করবে। তবে রহিম নেওয়াজের উপর হামলাকারীরা আওয়ামী লীগের লোকজন কিনা সেটা নিশ্চিত করে বলতে পারেননি আওয়ামী লীগের এই নেতা।
উল্লেখ্য, গত সোমবার ভোরে অটোরিক্সাযোগে নাটোর সদর উপজেলার ছাতনী গ্রাম থেকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আসার পথে নাটোর শহরের গুড়পট্টি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। এসময় তাকে লাঠি-সোটা, রড দিয়ে বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে রামেক’ হাসপাতালে এবং পরে ঢাকার একটি হাসপাতলে ভর্তি করা হয়।