বেগমগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানের উপর সন্ত্রাসী হামলা

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে এক মুক্তিযোদ্ধার সন্তানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর সামছুল হকের বাড়ির মুক্তিযোদ্ধা শামছুল হকের মেয়ে শাহিদা আক্তারের উপর তার বাড়ির উপর দিয়ে চলাচলের নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম, আবদুর রাজ্জাক, মায়া আক্তার, মুন্নি আক্তার, সালেহা বেগম সহ লাঠি শোঠা, এলোপাতাড়ি মারধর, দেশীয় অস্ত্র, ও রড দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। এই অবস্থায় অচেতন হয়ে পড়লে ৯৯৯- এ প্রতিবেশীরা ফোন করলে থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক উন্নতি না হওয়ায় এখনো চিকিৎসা চলমান রয়েছে।

এই ব্যাপারে গত বছর নভেম্বরে একই ঘটনা ঘটার পর নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শাহিদা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আগের মামলার কোন উন্নতি না হওয়ায় ও জীবনের নিরাপত্তা এবং আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য হামলার পুনরাবৃত্তি হওয়ার পর আরোও একটি মামলা দায়ের করা হয়েছে।

Share This Article