
মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। গত ২৮ জুলাই ‘কথিত শান্তি সমাবেশে যুবলীগ-ছাত্রলীগের হাতে নৃশংসভাবে’ ওই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে উল্লেখ করে এ দাবি জানান নেতারা।
সোমবার (৭ আগস্ট) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল আমিন রুহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমাদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, সাধারণ সম্পাদক কারী সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি আশেক মাহমুদ, স্কুল বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সালেমুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। ২৮ জুলাই এই শান্তি সমাবেশ চলাকালে ওষুধ কিনতে যাওয়া মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তারা।