ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি আবুবকর সিদ্দিকের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ।

মঙ্গলবার সকালে সরিষাবাড়ি উপজেলার ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীরা জুতা মিছিল করে তার অপসারণের দাবি জানান।

অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অভিযোগ, ২০২১ সালে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি পদে আসেন আবুবকর সিদ্দিক। তিনি ঢাকায় বসবাস করেন। তিনি বিদ্যালয়ের সভাপতি হবার পর থেকেই বিদ্যালয়ে আসেন না। আর বিদ্যালয়ের কিছু শিক্ষকের প্ররোচনায় বিদ্যালয়ের স্বাভাবিক ভাবে পরিচালনা করতে বাঁধা গ্রস্থ করছেন। স্কুলের আয় ব্যয় এবং বিল ভাউচারে স্বারক, রেজিলেশনসহ স্কুলে যাবতীয় কার্যক্রম পরিচালনায় অসহযোগীতা করে যাচ্ছেন।

তাদের দাবি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুবকর সিদ্দিকের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়টি ধ্বংসের মুখে পড়েছে। আন্দোলনকারীরা বিদ্যালয়টির শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে তার অপসারণের দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্কুলের সভাপতি দূর্নীতি দমন কমিশনে চাকুরি করে। সভাপতি হবার পর থেকেই তিনি ঢাকায় থাকেন। স্কুলের প্রয়োজনে তাকে বিদ্যালয়ে আনতে পারি না। এরপরেও বিদ্যালয়ের প্রয়োজনে কোন রেজিশেলন করে নিয়ে গেলে তিনি ছিঁড়ে ফেলেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরীক্ষার প্রশ্নপত্র, বিদ্যালয়ে আনুষাঙ্গিক জিনিসপত্র, খাবার হোটেলের বাকি এই সব কোন বিলে তিনি স্বাক্ষর পর্যন্ত করেন না। এভাবে বিদ্যালযের সকল কার্যক্রম বন্ধ হতে বসেছে। শিক্ষকদের সরকারী বিলেও স্বাক্ষর না দিয়ে শিক্ষকদের বেকায়দায় ফেলেন। তার একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করতে চান, যা বিদ্যালয় পরিচালনা পরিপন্থী।

অভিভাবক ইদ্রিস আলী সরকার বলেন, তিনি প্রতিষ্ঠাটিকে ধ্বংস করে দিয়েছেন। তিনি সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে কিছু শিক্ষককের প্ররোচনায় এই কাজ গুলো করছেন।
আমরা দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণের দাবি জানাই।

Share This Article