
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে মারামারি ঘটনা ঘটছে। উপেজেলার নরোত্তমপুর ইউনিয়নের বাচ্চু মিয়ার বাড়িতে ১২ জুলাই রাত ৯ টার সময় বহিরাগত কিছু সন্ত্রাসী এসে সাগর প্রকাশ মমিন উল্লাহর উপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে প্রতিরোধের চেষ্টা করলে তারা সবার উপর আক্রমণ শুরু করে। সেই সাথে ঘটনাস্থলে আসলে খবর পেয়ে ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ছালেহ আহমদ প্রতিহতের চেষ্টা করলে তার উপরও আক্রমণ করে তারা।
সরেজমিনে গেলে জানা যায়, অনেক দিন থেকে সাগর উল্লাহর মামাতো ভাই, মামা এবং একই বাড়ির
বসবাস করায় পূর্ব হতে জায়গাজমি নিয়া বিরোধ চলছে। সাগর উল্লাহর মালিকানা জায়গা
বেআইনীভাবে দখলের উদ্দেশ্যে তার পরিবারের উপর জুলুম নির্যাতন করে আসছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, পূর্ব পরিকল্পনা করে ফয়েজ বহিরাগত লোকজন এলাকায় নিয়ে এসে লোহার রড, এসএস পাইপ, রামদা, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বসতঘরে প্রবেশ করে দরজা, জানালা, টিনের বেড়া, ঘরের কাঠের আলমারি ভাংচুর করে। এইছাড়াও এলাকাবাসী এগিয়ে আসলে তাদের উপর উত্তেজিত হয়ে দেশীয় লাঠিশোঠা ও অস্ত্র দিয়ে মারধর করে ও কয়েকজনকে পিটিয়ে আহত করে।
অপরদিকে অভিযুক্ত ফয়েজ থেকে জানতে চাইলে তিনি বলেন, এইগুলা পরিকল্পিত করে তারা আমাদের উপর আক্রমণ করে। আমাকে পিটিয়ে জখম করে। সম্পত্তি নিয়ে জানতে চাইলে বলেন, এইগুলা আমাদের ওয়ারিশের সম্পত্তি। তাদের কোন জায়গা নেই বলে জানান।
এই বিষয়ে উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। বেগমগঞ্জ মডেল থানায় বিষয়টি তদন্তে আছে।