
বিল্লাল হোসাইন, জামালপুর :
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী সংসদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট আমান উল্লাহ আকাশ, জিএসএম মিজানুর রহমান, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।