
মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “ই-গভার্নেন্স অ্যান্ড পাবলিক সার্ভিস ডেলিভারি ইন বাংলাদেশ: অ্যা স্ট্যাডি অন ইউনিয়ন ডিজিটাল সেন্টার” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লোক প্রশাসন বিভাগের আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিভাগের সভাপতির কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম।
বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন-এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান। বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম-এর সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গিয়াস উদ্দিন।
এসময় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. কাজী মোস্তাফা আরীফ, সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক তহিদুর ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম ও কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ভূমিকা ও এর মাধ্যমে মানুষেরা কতটুকু সুযোগ-সুবিধা পাচ্ছে সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছেন গবেষক। এ ছাড়াও বাংলাদেশের প্রেক্ষিতে ইউডিসি’র চ্যালেঞ্জেস এবং সেগুলে উত্তোরণের উপায় সম্পর্কেও আলোচনা করেছেন তিনি।