জামালপুরে বিভিন্ন দলের নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুর জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন দলের নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্টেশন রোডস্থ সেতুলী প্লাজার ৬ষ্ঠ তলা অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

জাতীয় পার্টি জামালপুর সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ইয়াছিন আলী আকন্দের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

এসময় জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জাতীয় প্রাক্তন সৈনিক পাটি জেলা শাখার আহ্বায়ক আতাউর রহমান আজাদসহ জামালপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article