পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জামালপুর দরবার শরীফের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
পবিত্র রবিউল আউয়াল মাসের প্রতি শ্রদ্ধা রেখে
জুশনে জুলুছে ঈদে -ই- মিলাদুন্নবী (দঃ) শুভ আগমন উপলক্ষে জামালপুর দরবার শরীফের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে স্থানীয় পিটিআই চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহ জামাল (রঃ) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জামালপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও গদ্দীনশীন শাহ্ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী (মা. জি.আ) এর একমাত্র পুত্র জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা: জি.আ:) মাইজভান্ডারী র্ধমীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া শোভাযাত্রার নেতৃত্বদেন। জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে অনুষ্ঠিত র্ধমীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া শোভাযাত্রায় জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলেই স্বতঃর্স্ফুত ভাবে অংশ গ্রহণ করে নবীপ্রেমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শোভাযাত্রা শেষে জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা: জি: আ:) মাইজভান্ডারী দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে বক্তব্য রাখনে ও দোয়া প্রার্থনা করনে। এ সময় অসংখ্য ভক্ত অনুরাগী দোয়া প্রার্থনায় সমবেত হন। এ সময় উপস্থিত ছিলেন
এফবিসিসিআই’র পরিচালক ও জেসিসিআই’র সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, মো. মুজিবুর রহমান, জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। রাতে শহরের তমালতলা মোড়ে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Share This Article