জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আবদুর রাজজাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড.এ.এইচ..এম. মাহবুবুর রহমান।

উদ্বোধন করেন নবীনবরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের একাডেমিক পরিচালক জিল্লুর রহমান।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: সাইফুল ইসলাম, জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের নির্বাহী পরিচালক সুলতান মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অভিভাবক, অত্রপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। সামনের দিকের পড়াশোনায় আরো মনোযোগী হয়ে নিজেদের সাফল্যের শীর্ষে পৌঁছাতে হবে। সেই সাথে শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

Share This Article