জামালপুরে নৌকাকে জয়ী করতে জনপ্রতিনিধিদের সাথে এমপি মনোনয়ন-প্রত্যাশী ফারুক চৌধুরীর মতবিনিময়

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিল্লাল হোসাইন, জামালপুর :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জামালপুর-৫ সদর আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।

বুধবার (১১ অক্টোবর ) দুপুরে জামালপুর শহরের রিক্রিয়েশন ক্লাবে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র, সকল কাউন্সিলর, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এবং ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

মতবিনিসয় সভায় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, জামালপুরের তৃণমুলের নেতা বলতে ফারুক আহাম্মেদ চৌধুরীকেই সবাই চিনেন। তিনি যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান তাহলে বিপুল ভোটে জয়ী হবে এটা আমাদের বিশ্বাস। তারা আরও বলেন, জামালপুর-৫ সদর আসন একটি গুরুত্বপূর্ণ। এই আসনে একজন যোগ্য লোককেই মনোনয়ন দেওয়া উচিত। এসময় জনপ্রতিনিধিরা ফারুক আহাম্মেদ চৌধুরীকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।

এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে বলেন, জামালপুরের তৃণমুলের নেতাকর্মীদের অনুরোধে আমি এমপি প্রার্থী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমি সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এই আসনে বিজয় হয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। তার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর অন্যদিকে স্বাধীনতার পরাজিত শক্তিরা নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আবারও নির্বাচনে বিজয় হবো এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবো। তিনি সকল জনপ্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট প্রার্থনা করার আহ্বান জানান।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share This Article