আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রধান কার্যালয় শুভ উদ্ভোধন করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন বাশারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর স্বপনের পরিচালনায় অত্র ইউনিয়নের পন্ডিত বাজারে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।
এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উদ্ভোধন অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ রাজনৈতিক দলের কর্মকান্ড চালাতে একটি কার্যালয় পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনৈতিক নেতারা কাজ পরিচালনা করবেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দেশের কল্যানে সবসময় কাজ করে গেছেন। বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এখান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলবে বলে দলের নেতারা জানিয়েছেন।
এইসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক আলহাজ্ব আবদুল গফুর, সদস্য সাবেক ভিপি মেজবা উদ্দিন টুটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মালেক মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মেম্বার, ও ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক, যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান সাগর, ছাত্রলীগের সভাপতি খালেদ হোসেন শোভন, যুবলীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও আরো অনেকে।