জামালপুর-৫ (সদর) আসনে জনপ্রিয় ও কর্মদক্ষ প্রার্থীকে নৌকা প্রতীকে দেখতে চান আ.লীগের তৃণমূলের নেতাকর্মীরা

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর:
জামালপুর-৫ (সদর) আসনে একজন কর্মীবান্ধব, সাংগঠনিক কর্মদক্ষ সংসদ সদস্য থেকে বঞ্চিত হয়ে আসছেন মন্তব্য করেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। এবার জনপ্রিয় ও কর্মদক্ষ প্রার্থীকে নৌকা প্রতীকে দেখতে চান তাঁরা। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ফারুক আহাম্মেদ চৌধুরীকে একজন সাংগঠনিক কর্মদক্ষ, কর্মীবান্ধব ও তৃণমূলের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল মনে করেন নেতারা। আগামী নির্বাচনে ফারুক আহাম্মেদ চৌধুরীকে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার আহ্বান করেছেন সর্বস্তরের নেতারা। রোববার দুপুরে এক মতবিনিময় সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে এসব কথা উঠে আসে।

নির্বাচনকে সামনে রেখে জামালপুর পৌরসভার মেয়র ও সকল কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরীর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সবার শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিনিয়র নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, আবু জাফর শিশা, জামালপুর পৌর সভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, সদর রেজাউল করিম চৌধুরী মামুন, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান খান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বক্তারা বলেন, এই আসনে এবার ফারুক আহাম্মেদ চৌধুরী মনোনয়ন পাবেন। এমনটাই দাবি সভায় অংশ নেওয়া নেতাদের। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ ফারুকের পক্ষে। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় জনসাধারণের প্রতিটি দরজায় গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কাজে সর্বদা নিয়োজিত রেখেছেন ফারুক আহাম্মেদ চৌধুরী। এলাকার জনসাধারণসহ স্থানীয় নেতাকর্মীরা তাঁকেই এবার নৌকার প্রার্থী হিসাবে দেখতে চান। এ লক্ষ্যে তিনি যখন তৃণমূলের নেতাকর্মীদের ডেকেছেন। সবাই তাঁরা ডাকে সারা দিয়েছেন। তৃণমূলের নেতাকর্মী ও এলাকাবাসীও আশা, জনপ্রিয় প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে ফারুক আহাম্মেদ চৌধুরী এবার নৌকার টিকিট পাবেন। তাঁর হাতেই নৌকার টিকিট উঠলে, সকল নেতাকর্মীরা উৎফুল্ল হয়ে নির্বাচনে ঝাপিয়ে পড়বেন। কারণ তিনিই একমাত্র নেতা, তৃণমূলের নেতাকর্মীদের সব সময় বিপদে-আপদে পাশে থেকেছেন।

৪৭ বছরের বর্ণাঢ্য আওয়ামী লীগের রাজনৈতিক জীবনের অধিকারী জনপ্রিয় ফারুক আহাম্মেদ চৌধুরী। তিনি বর্তমানে জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। সাংগঠনিক দক্ষতা দিয়ে সফলভাবে টানা ১৯ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জেলা পরিষদের একজন সাবেক সফল চেয়ারম্যান হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মীরা তাঁকে একজন সাংগঠনিক ব্যক্তি হিসেবেই চিনেন।

Share This Article