জামালপুর-৩ আসনের জাতীয় পার্টির এমপি প্রার্থী লিপটনের গণসংযোগ

বিল্লাল হোসাইন, জামালপুর:

বিল্লাল হোসাইন, জামালপুর :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছেন জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় মৎস্যজীবি পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর সামছুল আলম লিপটন ।

শুক্রবার দিনব্যাপী নেতাকর্মীদের সাথে নিয়ে আসনের বিভিন্ন স্পটে ভোটারদের সাথে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরন ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি, শহর শাখার সদস্য সচিব ইব্রাহিম হোসেনসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। পরে দুরমুঠ হযরত শাহকামালের মাজার জিয়ারত করে দেশবাসির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

গণ সংযোগ কালে জামালপুর-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় মৎস্যজীবি পার্টির সাধারণ সম্পাদক ৯০ এর এরশাদ মুক্তি আন্দোলনের নেতা, আলহাজ মীর সামছুল আলম লিপটন বলেন,পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ১৮ দফা কর্মসুচি বাস্তবায়নে ৬৮ হাজার গ্রাম বাঁচলে,বাংলাদেশ বাঁচবে,ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি,শুক্রবার ছুটি ঘোষনা ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়া তিনি এ আসন থেকে নির্বাচিত হলে এখানের অসমাপ্ত কাজ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

Share This Article