বিল্লাল হোসাইন, জামালপুর :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরন ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন জামালপুর সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।
রবিবার বিকালে জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকায় সেতুলী বেম্বু গার্ডেন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি তুলশীরচর ও লক্ষীরচর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন,মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল লতিফ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জাতীয় প্রাক্তন সৈনিক পাটি জেলা শাখার আহ্বায়ক আতাউর রহমান আজাদ, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি, শহর শাখার সদস্য সচিব ইব্রাহিম হোসেন, জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবদুল্লা আল ফারুক, সদস্য সচিব মো: সুলতান মাহমুদ, তুলশিরচর ইউনিয়নের জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান লেবুসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ ।
এসময় ভোটারদের উদ্দেশ্যে জাতীয় পার্টির নেতা আলহাজ্ব জাকির হোসেন খান বলেন, বিএনপি সরকারের আমলে শুধু লুটপাট হয়েছে এবং বর্তমান সরকারের আমলে শহর কেন্দ্রীক কিছু উন্নয়ন হলেও গ্রামে কোন উন্নয়ন হয়নি। হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাঁচবে বাংলাদেশ। আওয়ামী লীগ আর বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যা থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির বিকল্প নেই। হোসাইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে জামালপুর সদরে ব্যাপক উন্নয়ন করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন।