বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামাত-বিএনপি জোটের পরিকল্পিতভাবে সারাদেশে হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় পৌর আওয়ামী লীগ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ ও জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা প্রমুখ।

উন্নয়ন ও শান্তি সমাবেশে জামালপুর পৌর আওয়ামী লীগসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর